শুক্রবার ১৯ সেপ্টেম্বর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের ব্যাপক গনসংযোগ

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Jamaat candidate Dr. Mubarak Hossain holds massive public outreach in Brahmanpara
‎ব্রাহ্মণপাড়ায় জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের ব্যাপক গনসংযোগ/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন ব্যাপক গনসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামে ব্যাপক গনসংযোগ করেন।

এসময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়িঁপাল্লার পক্ষে দোয়া ও ভোট চান। জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

প্রার্থীতা ঘোষনার পর থেকেই তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

গনসংযোগকালে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম শাহীন, ছাত্রনেতা আফনাম মোজাহিদ, আব্দুল্লাহ আল জুবায়ের, মো. আল-আমিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন