বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার বিকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই কাজী বাড়ি সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সাহেবাবাদ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ মোতালেব হোসেন বাবুর সভাপতিত্বে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মোস্তফা জামান৷
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন হুদা, যুগ্মআহবায়ক হারুনর রশিদ, হোসাইন মোহাম্মদ ফারুক, হানিফ মিয়া,মিজানুর রহমান মিলন,মানিক সরদার,মোঃ দ্বীন ইসলাম মৈশান, মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম লিটন, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ বদিউল আলম সম্রাট, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শিমুল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোহন মিয়া ভূইঁয়া, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সরকার৷
এসময় উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোহন মিয়াসহ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ এসময় বক্তারা বলেন গত ১৭ বছর এদেশের মানুষ এবং দেশ গড়ার কারিগর কৃষকেরা অবহেলিত ছিল৷
জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে উপজেলার সকল খাল খনন করা হবে৷ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিকল্পনার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ৷