
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম যোগদানের পর থেকেই বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। মাদক, চোরাকারবারি, ওয়ারেন্ট তামিলসহ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নের্তৃত্বে (১৯ অক্টোবর) শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলা সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের কবির মিয়া প্রকাশ কনু মিয়ার ছেলে মো. সোলেমান, শশীদল ইউনিয়নের সাজঘর গ্রামের শাহ আলমের ছেলে আমজাদ হোসেন, চৌব্বাস গ্রামের মৃত আয়াত আলীর ছেলে কামাল হোসেন, চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের কালন মিয়ার ছেলে হেলাল মিয়া ও তার ভাই কামাল হোসেন এবং একই গ্রামের আমির হোসেন ভূইয়ার ছেলে আনোয়ার হোসেন।
এবিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।