
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর দক্ষিণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন।
শনিবার (৩০ আগস্ট) সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন, খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, এক বিকেলেই সব কিছু হারিয়ে ফেলেছেন এই পরিবারগুলো। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়ালে এই দুঃসময় তারা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে।
এসময় দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী মো. আবদুল হান্নান সরকার, সেক্রেটারি মাওলানা মো. ফরিদ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসাইন, ছাত্রনেতা আফনাম মোজাহিদ, মাওলানা মো. বাছির উদ্দিন, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
এতে মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া, মামুনুর রশীদ, মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের সাতটি ঘর পুড়ে যায়।
আগুনে নগদ অর্থ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।