এপ্রিল ২৩, ২০২৫

বুধবার ২৩ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণপাড়া সাহেবাবাদে শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

ব্রাহ্মণপাড়া সাহেবাবাদে শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা
ব্রাহ্মণপাড়া সাহেবাবাদে শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা/ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ পাড়ার কাজী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে একটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের পরপরই উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, চাল ও কম্বল প্রদান করা হয়।

এই মানবিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারটি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।