
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ডাবল এলইডি টিভিকাপ ফুটবল প্রীতি ম্যাচ অত্যান্ত ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারী) বিকাল ৪টায় ছোট নাগাইশ মাঠে নাগাইশ ফুটবল ফাইটার ও নাগাইশ ডিফেন্স মাষ্টার এর মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে মোখলেছুর রহমান মেম্বারের সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. আবু সুফিয়ান মিন্টু, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম বাবুল, মো. মনির হোসেন, মো. তাজুল ইসলাম মাষ্টার, শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহাবুব আলম, সদস্য সচিব মোঃ সৌরভ সাগর (ইউনুছ), সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারেক রহমান, যুবনেতা জাকির হোসেন ইমন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম সাব্বির। খেলায় নাগাইশ ডিফেন্স মাষ্টার নাগাইশ ফুটবল ফাইটারকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। পরে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দরা।










