
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল আলোর পথ যুব সংঘের উদ্যোগে ১৮ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৩টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ধান্যদৌল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ধান্যদৌল আলোর পথ যুব সংঘের উদ্যোগে এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালামুড়িয়া জামে মসজিদ এর খতিব মাওলানা আলহাজ্ব আব্দুল বাতেন।
ধান্যদৌল আলোর পথ যুব সংঘের সভাপতি অধ্যাপক কাজী সাইফুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন। তাফসীর পেশ করেন শাইখুল হাদিস আল্লামা মুফতি জসীম উদ্দিন রাহমানী হাফিজাহুল্লা, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা মিজানুর রহমান আতিকী, মাওলানা রেজাউল করিম, মাওলানা হেফজুর রহমান নাঈম।
মাহফিল পরিচালনা করেন পূর্নমতি মনছুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা বিল্লাল হোসেন। এসময় সংগঠনের সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশ, জাতি ও সংগঠনের মঙ্গল কামনার্থে বিশেষ দোয়া ও মোনাজাত করেন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী।