মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫

‎ব্রাহ্মণপাড়া ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের সবক প্রদান

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “গোপালনগর ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায়” হাফেজ ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে ৫ জন হাফেজ ছাত্রদের সবক প্রদান করা হয়। সবক প্রদান করেন শিদলাই দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন।

এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান ভূইঁয়া রিপন।

হাফেজ ছাত্ররা হলো- আব্দুল্লাহ আরাফাত, আরাফাত রহমান, সিফাত, তাজিম উদ্দিন, জুনায়েদ আহাম্মেদ। এসময় মাদ্রাসার সভাপতি ইউপি সদস্য মোঃ সেলিম এর সভাপতিত্বে পরিষদের সকল সদস্য, সমাজসেবা কার্য্যালয়ের কর্মকর্তা, কমিটির সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে ছাত্রদের উদ্দ্যেশে বিশেষ দোয়া ও মোনাজাত করেন শিদলাই দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন।

 

আরও পড়ুন