বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণপাড়া ডগ্রাপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Jamaat-e-Islami's election office inaugurated in Brahmanpara Dagrapara
ব্রাহ্মণপাড়া ডগ্রাপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ডগ্রাপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) রাত ৮টায় ফিতা কাটার মধ্যদিয়ে অফিসের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।

এতে ডগ্রাপাড়া ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা রফিকুল ইসলাম শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, উপজেলা নাগরিক পার্টি (এনসিপির) সমন্বয়ক মো. জহিরুল ইসলাম সরকার, সদর ইউনিয়ন আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আজাদ হোসাইন।

এসময় আলমগীর হোসেন, আমির হোসাইন, শফিকুল ইসলাম, আল-আমিন, আবু মুছাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও পড়ুন