সারাদেশে বিপ্লবী ছাত্রদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি তৈরি করা হচ্ছে। এরই অংশ হিসেবে কুমিল্লা জেলায় ২৯৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের দশম আহ্বায়ক কমিটি।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।
২৯৭ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ সাকিব হুসাইনকে এবং সদস্যসচিব করা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী জিয়া উদ্দিন মো. রুবেলকে।
এছাড়া যুগ্ম আহ্বায়ক-১ হিসেবে মনোনীত হয়েছেন মনোহরগঞ্জ উপজেলার নাইমুর রহমান, যুগ্ম সদস্যসচিব-১ হিসেবে মনোনীত হয়েছেন দেবিদ্বারের ইয়াছিন আরাফাত হিমু, মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন আদর্শ সদরের আরাফ ভুঁইয়া।