নভেম্বর ২২, ২০২৪

শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪

বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিকে আধুনিক ও যুগোপযোগী করে তোলা হবে: উপাচার্য

Rising Cumilla.Com - Berobi Central Library to be made modern and up-to-date Said Vice-Chancellor
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিকে আরো আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এসময় তিনি লাইব্রেরির বিভিন্ন কর্ণার ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বেরোবি উপাচার্য জানান, শিক্ষার্থীদের বসার স্পেস বাড়ানোর জন্য কেন্দ্রীয় লাইব্রেরি ভবনকে দুইতলা থেকে চারতলায় সম্প্রসারিত করা হবে। তিনি আগামী দিনে এখানে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই-জার্নালসহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর কথাও বলেন।

এসময় সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, উপ-গ্রন্থাগারিক মামদুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।