মঙ্গলবার ২৯ জুলাই, ২০২৫

বেরোবিতে শহীদ আবু সাঈদ বই মেলা শুরু মঙ্গলবার

Rising Cumilla -Shaheed Abu Sayeed Book Fair in Berobi on Tuesday
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মত শহীদ আবু সাঈদ  বই মেলা-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি)  বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো.শওকাত আলী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২.৩০ মিনিটে শহীদ আবু সাঈদ বই মেলার উদ্বোধন করা হবে। উপাচার্যের সভাপতিত্বে শহীদ আবু সাঈদের বাবা ও শহীদ ফেলানীর বাবা এই বই মেলা উদ্বোধন করবেন।

প্রশাসন থেকে প্রথমবারের মত আয়োজিত পাঁচ দিন ব্যাপী এই বই মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বই মেলায় থাকছে ১৮ টি প্রকাশনী ও বিশ্ববিদ্যালয়ের ১৭ টি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ মোট ৪০টি স্টল।

তিনি আরও বলেন, বই মেলায় পাঁচ দিন ব্যাপী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। লেখক-পাঠক আড্ডা, বিতর্ক, আবৃত্তি, বুক রিভিউ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে৷  প্রতিদিন ২.৩০ মিনিটে শুরু হয়ে চলবে রাত ৯ টা পর্যন্ত। বই মেলায় ২১ শে ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন কবি আব্দুল হাই শিকদার এবং সমাপণী দিনে উপস্থিত থাকবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

উল্লেখ্য, শহীদ আবু সাঈদ বই মেলার আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো.ইলিয়াছ প্রামানিক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো.শাহজাহান।

আরও পড়ুন