মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বেরোবিতে আবু সাঈদের গায়েবি জানাজা শেষে বিক্ষোভ মিছিল

গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি

Demonstration procession at the end of Abu Saeed's Ghayibi Janaza in Begum Rokeya University
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের গায়েবি জানাজা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম সড়কে কিছুক্ষণ বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর মর্ডান মোড় অবস্থান নেন।

এসময় তারা ‘আমার ভাই মরলো কেনো, জবাব চাই, জবাব চাই ’ ‘প্রশাসন এর কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও ’ ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, চলবে না, চলবে না ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভে শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ১ নং গেট কে শহীদ আবু সাঈদ গেইট নামকরণের দাবি জানান।

আরও পড়ুন