
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদসমূহের নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক চিঠিতে পূর্বঘোষিত ভোটগ্রহণের তারিখ ২৯ ডিসেম্বর ২০২৫ এর পরিবর্তে ২৪ ডিসেম্বর ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
ব্রাকসু নির্বাচন কমিশন জানায়, পূর্বে ঘোষিত তারিখের ঠিক আগে টানা তিন দিন সরকারি ছুটি থাকার ফলে ভোটারদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং নির্বাচনী পরিবেশ আরও অনুকূল থাকে— সে লক্ষ্যে ভোট গ্রহণের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রথমবারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশন প্রত্যাশা করছে, ভোট গ্রহনের তারিখ পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন উৎসবমুখর হবে। সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কমিশন একটি নির্বাচনী পুনঃতফসিল প্রকাশ করেছে।









