
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় বাস চাপায় তিশা ট্রান্সপোর্টের একজন সুপারভাইজার নিহত হয়েছেন।
রোববার (১৭ আগস্ট) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজার হলেন মো. সোহেল রানা। তিনি কুমিল্লার বাঙ্গরা বাজার থানার খামার গ্রামের কবির মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিশা প্লাস পরিবহনের একটি বাস ডান পাশে কাউন্টারে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই মুহূর্তে বাম দিক থেকে এশিয়া ট্রান্সপোর্ট নামের আরেকটি বাস কাউন্টার ছেড়ে যাওয়ার সময় দ্রুত গতিতে পাশ কাটিয়ে যাচ্ছিল। অসতর্কতাবশত তিশা পরিবহনের সুপারভাইজার সোহেল রানা তখন বাসের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ, পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় প্রায় প্রতিদিনই বাস ও বিভিন্ন ট্রান্সপোর্ট কাউন্টারের বেপরোয়া গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রায়শই প্রাণহানির ঘটনা ঘটছে।
ঘটনার পর পরই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে আমতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।’