জানুয়ারি ৯, ২০২৫

বৃহস্পতিবার ৯ জানুয়ারি, ২০২৫

বেড়েছে শীতের তীব্রতা, আবার শৈত্যপ্রবাহের সম্ভাবনা

Rising Cumilla - Winter.webp
প্রতীকি ছবি/সংগৃহীত

সারাদেশে তাপমাত্রা আরও কমেছে। কনকনে ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী এক সপ্তাহ দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বুধবার (০৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। যা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কুমিল্লার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি। এতে দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকবে। সে-সঙ্গে আগের দিনের তুলনায় রাতেও শীতের অনুভূতি কিছুটা বেশি হতে পারে।

আবহাওয়াবিদ জানান, কুয়াশার ঘনত্ব অনেকটা বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনে তীব্র শীতের অনুভূতি আগামী ২-৩ দিনের মধ্যে কমে আসবে। যদিও জানুয়ারিজুড়েই শীত থাকবে।

তিনি আরও বলেন, কুয়াশা থাকলে রাতের তাপমাত্রা সাধারণত বেড়ে যায়। তবে দিনে আলো না থাকায় তাপমাত্রা কমে যেতে পারে। বুধবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা তীব্র হওয়ার সম্ভাবনা কম।

শীত উপেক্ষা করেই কাজে বেড়িয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে বিপাকে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও চাকুরিজীবীরা।