ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

বেড়েছে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা, আলুর ১০

বেড়েছে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা, আলুর ১০
বেড়েছে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা, আলুর ১০

চিনির পর এবার অস্থির পেঁয়াজ ও আলুর বাজার। সপ্তাহখানেক আগে পেঁয়াজের দাম ছিল কেজি ৪৫ থেকে ৫০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অর্থাৎ প্রতিকেজি পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। কৃত্রিম সংকট তৈরি করে প্রতি কেজি আলুর দামও বাড়িয়েছেন অন্তত ১০ টাকা।

বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধের কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

বুধবার (৩ এপ্রিল) কুমিল্লার রাজগঞ্জ, চকবাজার এবং বাদশা মিয়া বাজার এলাকার বাজার ও সুপারশপ ঘুরে দেখা গেছে, এসব এলাকায় প্রকার ভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। যা ঈদের আগেও বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে। সেই হিসেবে ঈদের পর পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা।

এদিকে সাদা আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে। লাল আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে। অথচ সপ্তাহখানেক আগেও কেজি সাদা আলু বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা। অর্থাৎ কেজিতে আলুর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।