মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হঠাৎ স্থগিত

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হঠাৎ স্থগিত/ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আজ সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে প্রেস ব্রিফিংয়ে সহকারী নির্বাচন কমিশনার ড. মোহসীনা আহসান এই ঘোষণা করেন।

তিনি বলেন, হলভিত্তিক ভোটার তালিকায় অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত ব্রাকসু নির্বাচনের মনোনয়পত্র বিতরণসহ অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে।

তিনি আরও বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ২২ নভেম্বর হলভিত্তিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তালিকা প্রকাশে পরপরই তালিকায় একাধিক গুরুতর অসঙ্গতি, ভুল তথ্য ও অসম্পূর্ণতা দেখা যায়। এমনকি মনোনয়ন প্রত্যাশীর নাম ভোটার তালিকার নেই বলেও অভিযোগ উঠেছে।

ড.মোহসীনা বলেন, এই অসঙ্গতি দূর করে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সহকারি নির্বাচন কমিশনার আরও বলেন, এ পরিস্থিতিতে, ভুল ও অসংগতিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা নির্বাচনী ন্যায়সঙ্গতা, স্বচ্ছতা ও গ্রহন যোগ্যতার বিরুদ্ধে যাবে।

এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান, অধ্যাপক মো. আমির শরীফ, সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

আরও পড়ুন