পিয়া জান্নাতুল দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। অভিনয় পাশাপাশি আইন পেশাতেও যুক্ত তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজ ও প্রোফাইলে কালো শাড়িতে বৃষ্টিভেজা সড়কে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা অবস্থার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন পিয়া। যার ক্যাপশনে লিখেছেন, দয়ালু হন, নম্র হন এবং বৃষ্টি উপভোগ করুন।
ছবিগুলো ভক্তদের বেশ প্রশংসা কুড়িয়েছে। পিয়ার ছবিতে অনেকেই বলেছেন- ‘নারী শাড়িতেই সুন্দর, তার উদাহরণ হতে পারে এই ছবি।’ কেউ কেউ আবার অভিনেত্রীর রূপের প্রশংসায় ব্যস্ত থেকেছেন।