এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

বিপিএল দশম আসরের ৭ দলের অধিনায়ক যারা

the captains of 7 teams in the 10th season of BPL
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ আসরের অধিনায়কদের তালিকায় বেশ কিছু পরিবর্তন এসেছে। গত আসরের মতো এবারও সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে আছেন মাশরাফি বিন মুর্তজা। তবে সাকিব আল হাসান দলে থাকলেও রংপুর রাইডার্সের নেতৃত্ব দেয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। সাকিব অবশ্য নিজেই অধিনায়ক হতে চাননি। চাপমুক্ত হয়ে খেলতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে এবার আর অধিনায়ক করা হয়নি ইমরুল কায়েসকে। দলটির নেতৃত্ব এবার দেবেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। একাদশে সমন্বয়ের জন্য কিছু ম্যাচে বসিয়ে রাখা হতে পারে ইমরুলকে, তাই লিটনকেই বাছা হয়েছে।

এবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক করা হয়েছে শুভাগত হোমকে। খুলনার দায়িত্ব পেয়েছেন এনামুল হক বিজয়। আর ফরচুন বরিশালের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ তামিম ইকবাল। যদিও তার চোট নিয়ে কিছুটা শঙ্কা থেকেই গেছে।

এদিকে বিপিএল উপলক্ষে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ধারাভাষ্যকারদের নামও। এবারের আসরে মোট নয় জন ধারাভাষ্যকার থাকছেন। ধারাভাষ্যকারের এই তালিকায় আছেন ৪ জন দেশি সাবেক ক্রিকেটার। এরা হলেন, আতহার আলি খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি।

আর ৫ জন বিদেশি ধারাভাষ্যকার হলেন, পাকিস্তানের রমিজ রাজা, আমির সোহেল, ওয়েস্ট ইন্ডিজের স্যার কার্টলি অ্যামব্রোস, দক্ষিণ আফ্রিকার এইচডি অ্যাকারম্যান ও শ্রীলংকার রাসেল আর্নল্ড।