বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একই দিন উদ্বোধন হবে। আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। একই দিন বাংলাদেশে শুরু হবে বিপিএলের সপ্তম আসর।
এদিকে শ্রীলঙ্কার চলমান নিষেধাজ্ঞা পরিস্থিতির কারণে যুব বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকায়। তাই এ নিয়ে তৃতীয়বারের মতো যুব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৯৮ ও ২০২০ সালে ছোটদের বিশ্বকাপ আয়োজন করেছিল প্রোটিয়ারা।
সোমবার (১১ ডিসেম্বর) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় বিশ্বকাপের ভেন্যু ও সূচি। চারটি গ্রুপে মোট ১৬টি দেশ অংশ নিচ্ছে এবারের আসরে।
বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ‘ডি’ গ্রুপে আছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
গ্রুপ পর্ব শেষে মোট ১২টি দল যাবে সুপার সিক্সে। প্রতিটি গ্রুপ থেকে যাবে তিনটি করে দল। এরপর ‘এ’ গ্রুপের সেরা তিন দলের সঙ্গে ‘ডি’ গ্রুপের সেরা তিন দল প্রতিপক্ষ হবে সুপার সিক্সে।
অপরদিকে ‘বি’ গ্রুপের সেরা তিন দলের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের সেরা তিন দল। সুপার সিক্সের দুই গ্রুপ থেকে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে।