জানুয়ারি ৯, ২০২৫

বৃহস্পতিবার ৯ জানুয়ারি, ২০২৫

বিনা খরচে বিয়ে, ফ্রি হানিমুনও: রেজিস্ট্রেশন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত

Wedding
প্রতীকি ছবি/সংগৃহীত

বিয়ের খরচ নিয়ে চিন্তিত? আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আপনার জন্য একটি অবিশ্বাস্য সুযোগ নিয়ে এসেছে! সম্পূর্ণ বিনামূল্যে বিয়ে, হানিমুন এবং আরো অনেক কিছু!

হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই সেবামূলক প্রতিষ্ঠানটি আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রামে একটি অভিনব বিয়ে আয়োজন করতে যাচ্ছে। যেখানে বর-কনের পোশাক, সাজসজ্জা, খাবার, কমিউনিটি সেন্টারের ভাড়া এবং এমনকি কক্সবাজারে হানিমুনের ব্যবস্থাও সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

কী কী সুবিধা পাওয়া যাবে?

  • বিনামূল্যে রেজিস্ট্রেশন: বরকনে বা তার পরিবারকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।
  • বিনামূল্যে পোশাক ও সাজ: বর ও কনের পোশাক, কনের সাজ, প্রসাধনী ও গয়নার ব্যবস্থা সংস্থাটি নিজে করবে।
  • ১০০ জনের আপ্যায়ন: প্রতি বিয়েতে ১০০ জন অতিথির আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
  • কমিউনিটি সেন্টার: বিয়ের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টারের ভাড়াও সংস্থাটিই বহন করবে।
  • ফ্রি হানিমুন: বিবাহ পরবর্তী আকর্ষণ হিসেবে কক্সবাজারে হানিমুনের সুযোগ থাকবে।
  • কাউন্সিলিং: নতুন পরিবেশে মানিয়ে নিতে ফ্রি কাউন্সিলিং সেবার ব্যবস্থাও রয়েছে।

শর্ত কী?

এই সুযোগের জন্য শুধু একটি শর্ত, বিয়েটি যৌতুকবিহীন এবং নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

আপনি যদি এই সুযোগটি কাজে লাগাতে চান, তাহলে ১০ জানুয়ারির মধ্যে নিচের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে: https://ashfoundation.ngo/events/register/27/?

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সম্পর্কে:

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন একটি সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করে।