মে ৩, ২০২৫

শনিবার ৩ মে, ২০২৫

বিদ্যা বালানকে নিয়ে অক্ষয়ের ‘না’ বলা সেই ছবির রিমেক!

Rising Cumilla - Akshay Kumar -Vidya Balan
ছবি: সংগৃহীত

বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমার রিমেক ছবির প্রতি বরাবরই অনীহা দেখিয়েছেন। বহু আকর্ষণীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি, এমনকি প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে কাজের সুযোগও হেলায় ছেড়েছেন।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে, অভিনেতা নাকি পুরনো ধ্যানধারণা ভেঙে কিছু রিমেক প্রজেক্টে আগ্রহ দেখাচ্ছেন, যা তার ক্যারিয়ারে নতুন করে ঔজ্জ্বল্য এনে দিতে পারে।

কিন্তু জানেন কি, এক সময় অক্ষয় কুমারের কাছে এমন একটি বলিউড ক্লাসিকের রিমেকের প্রস্তাব গিয়েছিল, যা নির্মিত হলে আজও দর্শকের মনে দাগ কেটে যেত? সেই সিনেমায় তার সম্ভাব্য নায়িকা ছিলেন বিদ্যা বালান। তবে আক্ষেপের বিষয়, ছবিটি আলোর মুখ দেখেনি। আর শোনা যায়, এর মূলে ছিলেন স্বয়ং অক্ষয়!

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রখ্যাত পরিচালক বিজয় আনন্দের কাল্ট রোমান্টিক ড্রামা ‘গাইড’-এর রিমেকের জন্য অক্ষয় কুমার এবং বিদ্যা বালানকে নির্বাচন করা হয়েছিল। ছবির সম্ভাব্য নাম রাখা হয়েছিল ‘রাহগীর’। যদি সেই সময়ে এই প্রোজেক্টটি বাস্তবায়িত হত, তাহলে অক্ষয় ও বিদ্যা কিংবদন্তি দেব আনন্দ এবং ওয়াহিদা রেহমানের কালজয়ী চরিত্রগুলোতে অভিনয় করার সুযোগ পেতেন।

সূত্রের খবর, সেই সময় অক্ষয় কুমারের শিডিউল ছিল ঠাসা। বিদ্যা বালানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া’, ‘হেই বেবি’ এবং ‘মঙ্গল মঙ্গল’-এর মতো একাধিক ছবি নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তার উপর রিমেকের প্রতি তার তেমন আগ্রহও ছিল না।

উল্লেখ্য, ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাইড’ ছবিটি আজও সিনেমাপ্রেমীদের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। আর. কে. নারায়ণের বিখ্যাত উপন্যাস ‘দ্য গাইড’ অবলম্বনে তৈরি এই সিনেমাটি এক জন ফ্রিল্যান্স ট্যুর গাইডের (দেব আনন্দ অভিনীত) জীবন এবং এক বয়স্ক প্রত্নতাত্ত্বিকের অবহেলিত স্ত্রীর (ওয়াহিদা রেহমান) সঙ্গে তার প্রেমকাহিনী তুলে ধরেছিল। অপ্রত্যাশিত মোড় এবং গভীর মানবিক অনুভূতিতে ভরপুর এই সিনেমাটি বক্স অফিসে যেমন সফল হয়েছিল, তেমনই সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীসহ একাধিক ফিল্মফেয়ার পুরস্কারের পাশাপাশি অস্কারে সেরা বিদেশি ভাষার সিনেমার জন্য ভারতের আনুষ্ঠানিক মনোনয়নও পেয়েছিল ‘গাইড’।

বর্তমানে ফের সেই কালজয়ী সিনেমা ‘গাইড’-এর রিমেকের গুঞ্জন শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই নতুন উদ্যোগে কি অক্ষয় কুমার থাকবেন? সঙ্গী হবেন বিদ্যা বালান?

অনেকেরই মত, ‘গাইড’ আজও আধুনিক দর্শকদের কাছে সমান আকর্ষণীয় হতে পারে। তবে এর পুনর্নির্মাণের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রী নির্বাচন এবং পরিচালকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেটিজেনদের একাংশ মনে করছেন, অক্ষয় বা বিদ্যার পরিবর্তে রণবীর কাপুর বা রণবীর সিংয়ের মতো অভিনেতাদের সঙ্গে আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোনকে এই চরিত্রে দেখা যেতে পারে। পরিচালক হিসেবে সঞ্জয় লীলা বনসালি, রাজকুমার হিরানি অথবা জোয়া আখতারের নামও উঠে আসছে আলোচনায়।

আরও পড়ুন