
দেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে চলেছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এই ব্যবস্থা চালু হলে দেশের নেটওয়ার্কে নিবন্ধনহীন বা আনঅফিসিয়াল সব মোবাইল সেট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।
নতুন এই সিস্টেমে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করা হবে। এর ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজে চিহ্নিত করা সম্ভব হবে এবং সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি রোধ হবে।
বিদেশ থেকে আনা বা উপহারের ফোন রেজিস্ট্রেশন করবেন যেভাবে:
অনেকেই আশঙ্কা করছেন, দেশ থেকে কেনা ফোনের রেজিস্ট্রেশন করা গেলেও বিদেশ থেকে আনা বা উপহার হিসেবে পাওয়া ফোনগুলোর কী হবে। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিটিআরসি জানিয়েছে, বিদেশ থেকে বৈধভাবে ফোন আনা যাবে এবং ব্যবহারও করা যাবে।
বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটগুলো প্রাথমিকভাবে দেশের নেটওয়ার্কে সচল থাকবে। এরপর গ্রাহককে এসএমএসের মাধ্যমে পরবর্তী ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে। দাখিলকৃত তথ্যাদি যাচাই-বাছাই করে শুধু বৈধ হ্যান্ডসেটগুলোকেই নিবন্ধনের মাধ্যমে নেটওয়ার্কে স্থায়ীভাবে সচল করা হবে।
গুরুত্বপূর্ণ তথ্য: বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে দেশের নেটওয়ার্কে পূর্বে ব্যবহৃত ব্যক্তিগত ১টি মোবাইল হ্যান্ডসেট বাদে সর্বোচ্চ ১টি হ্যান্ডসেট বিনা শুল্কে এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও ১টি মোবাইল হ্যান্ডসেট আনতে পারবেন।
বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার পদ্ধতি:
বিদেশ থেকে আনা ফোনের ‘স্পেশাল রেজিস্ট্রেশন’ প্রক্রিয়াটি নিম্নরূপ:
ধাপ-১: neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
ধাপ-২: পোর্টালের ‘স্পেশাল রেজিস্ট্রেশন’ সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেট এর আইএমইআই (IMEI) নম্বরটি দিন।
ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি (পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন এবং সাবমিট বাটন-টি প্রেস করুন।
ধাপ-৪: হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। হ্যান্ডসেটটি বৈধ না হলে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে অবহিত করে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে।
এছাড়া, মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা গ্রহণ করা যাবে।
‘স্পেশাল রেজিস্ট্রেশন’-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
বিদেশ থেকে আনা ফোনের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন হবে:
| ফোনের উৎস | প্রয়োজনীয় কাগজপত্র |
| ক্রয়কৃত হলে | ১. পাসপোর্টে ব্যক্তিগত তথ্যাদির পাতার স্ক্যান/ছবি ২. পাসপোর্টে ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত আগমনের সিল সম্বলিত পাতার স্ক্যান/ছবি ৩. ক্রয় রশিদের স্ক্যান/ছবি ৪. কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান/ছবি (০১ টি হ্যান্ডসেট এর অধিক হলে) |
| উপহারপ্রাপ্ত হলে | ১. পাসপোর্টে ব্যক্তিগত তথ্যাদির পাতার স্ক্যান/ছবি ২. পাসপোর্টে ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত আগমনের সিল সম্বলিত পাতার স্ক্যান/ছবি ৩. কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান/ছবি (০১ টি হ্যান্ডস্যাট এর অধিক হলে) ৪. ক্রয় রশিদের স্ক্যান/ছবি ৫. উপহার প্রদানকারীর প্রত্যয়পত্র (শুধু উপহার প্রাপ্তির ক্ষেত্রে) |
| এয়ারমেইলে প্রাপ্ত হলে | ১. প্রেরকের পাসপোর্টের ব্যক্তিগত তথ্যাদির পাতা অথবা জাতীয় পরিচিতির স্ক্যান/ছবি (প্রযোজ্য ক্ষেত্রে) ২. প্রাপকের জাতীয় পরিচিতির স্ক্যান/ছবি ৩. ক্রয় রশিদের স্ক্যান/ছবি ৪. শুল্ক প্রদানের রশিদ এর স্ক্যান/ছবি (০১ টি হ্যান্ডস্যাট এর অধিক হলে) |










