ডিসেম্বর ১৯, ২০২৪

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর, ২০২৪

বিজয় দিবসে ব্রাহ্মণপাড়ায় দি ভিশন হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প

বিজয় দিবসে ব্রাহ্মণপাড়ায় দি ভিশন হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প
বিজয় দিবসে ব্রাহ্মণপাড়ায় দি ভিশন হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প। ছবি: প্রতিনিধি

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় দি ভিশন হসপিটালে ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দি ভিশন হসপিটালের উদ্যোগে হসপিটাল প্রাঙ্গণে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এই ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার আগত রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

যেসকল ডাক্তাররা চিকিৎসা সেবা প্রদান করেন তারা হলেন- বাত ব্যথা, কোমর ব্যাথা, হাটু ব্যথা, হাড় ভাঙা ও আঘাত জনিক রোগে অভিজ্ঞ ডাঃ আতাউর রহমান, অ্যালার্জি, চর্ম-যৌন, ডায়াবেটিস, হরমোন, ফ্যামিলি মেডিসিন, ক্লিনিক্যাল সনোলজিস্ট কনসালটেন্ট ডাঃ মোঃ রবিউল হাসান, মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডাঃ মোঃ আমিনুল ইসলাম (রিয়াদ), নবজাতক, শিশু ও কিশোর রোগে বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাইফ উদ্দিন মজুমদার, গাইনি, প্রসূতি, মা ও শিশু রোগের চিকিৎসক ও সার্জন ডাঃ মোসাঃ ফাতেমা আক্তার।

দিনব্যাপী প্রায় ৬শত রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় হসপিটালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল কাফী, হসপিটালের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা পেয়ে খুশি রোগীরা। হসপিটালের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।