মে ২, ২০২৫

শুক্রবার ২ মে, ২০২৫

বিএনপি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী: দুলু

Rising Cumilla - 2 drug dealers arrested with huge quantity of marijuana and phensedyl in Cumilla
ছবি: সংগৃহীত

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী।

তিনি বলেন, বিএনপি ১৬ বছর যাবত একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে লালমনিরহাট জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতীতে অন্যায়ভাবে জেলখানায় আটক রেখে নির্যাতন করা হয়েছে। তবে তিনি কখনোই গণতন্ত্র থেকে সরে আসেননি।

তিনি আরও বলেন, ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেছিলেন, যা শ্রমিক, কৃষক ও ছাত্রসহ সকল শ্রেণির মানুষের দাবি ও অধিকার অন্তর্ভুক্ত করে।

আরও পড়ুন