নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

বিউটিফিকেশন ও হস্তশিল্পে দক্ষতা অর্জনে কুমিল্লায় যুব মহিলাদের প্রশিক্ষণ কোর্স শুরু

বিউটিফিকেশন ও হস্তশিল্পে দক্ষতা অর্জনে কুমিল্লায় যুব মহিলাদের প্রশিক্ষণ কোর্স শুরু
বিউটিফিকেশন ও হস্তশিল্পে দক্ষতা অর্জনে কুমিল্লায় যুব মহিলাদের প্রশিক্ষণ কোর্স শুরু। ছবি: সংগৃহীত

জেলায় যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন ও হস্তশিল্পের ফ্যাশন বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে ৫০জন যুব মহিলা অংশগ্রহণ করেন।

শহরের কান্দিরপাড়স্থ এক বিউটিফিকেশন প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক নার্গিস কবীর। নিজেদের আত্মোন্নয়নে সফলতা নিয়ে বক্তব্য রাখেন- জয়িতা সম্মাননা প্রাপ্ত নাজমা আক্তার, লাভলী আক্তার, ফারজানা আক্তার প্রমুখ।