জুলাই ১, ২০২৫

মঙ্গলবার ১ জুলাই, ২০২৫

বাথরুমে যাওয়ার কথা বলে চিকিৎসাধীন নারী হাজতির পলায়ন

250 Bed District Sadar Hospital, Cox's Bazar
জেলা সদর হাসপাতাল, কক্সবাজার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা রাশেদা নামের এক নারী হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর হাসপাতালে মহিলা ওয়ার্ড থেকে কৌশলে পালিয়ে যান রাশেদা বেগম (৩৫)।

রাশেদা উপজেলার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পুকুরয়া এলাকার মৃত নজরুল ইসলাম মেয়ে।

দুই সপ্তাহ আগে একটি অপহরণ মামলায় সহযোগী হিসেবে কারাগারে এসেছিলেন রাশেদা।

বিষয়টি স্বীকার করে এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ইকবাল ও ইশরাত নামের দুইজন কারারক্ষীকে সাময়িক বরখাস্তসহ  বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার কারাগারে তত্ত্বাবধায়ক (সুপার) মো. শাহ আলম খান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব চলাকালে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাশেদা। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বুধবার বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদা পালিয়ে যান।

তিনি আরও বলেন, হাসপাতালে হাজতির পাহারায় থাকা কারারক্ষী ইকবাল ও ইশরাতের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া হাজতি রাশেদাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন