সোমবার ৮ সেপ্টেম্বর, ২০২৫

বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত? খরচ কমানোর ১০টি উপায় জেনে নিন!

লাইফস্টাইল ডেস্ক

Want to reduce electricity bills? follow this rule
প্রতীকী ছবি

শহর থেকে গ্রাম পর্যন্ত, বিদ্যুৎ বিল নিয়ে চলছে হাহাকার! ব্যবহারের চেয়ে বেশি বিল, এমন অভিযোগ সবার মুখে। শীত এলেও এসি, ফ্যান চালু, গিজার ছেড়ে গোসল, সব মিলিয়ে বিদ্যুৎ খরচ বাড়ছে!

তবে ছোট ছোট কিছু পরিবর্তন আনলেই বিদ্যুৎ বিল কমাতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে:

  • আলো ব্যবহারে সাশ্রয়ী হোন: সাধারণ বাল্বের বদলে এলইডি বাল্ব ব্যবহার করুন। এতে ৮০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে।
  • অপ্রয়োজনীয় যন্ত্রপাতি বন্ধ রাখুন: ব্যবহার না করলে যন্ত্রপাতি বন্ধ করে দিন। একটি শক্তিশালী প্লাগে একাধিক যন্ত্রপাতি সংযোগ না করুন।
  • প্রাকৃতিক আলো ব্যবহার করুন: দিনের বেলা জানালা খুলে রাখুন। সূর্যের আলো ঘর আলোকিত করবে।
  • বায়ু প্রবাহের জন্য পাখা ব্যবহার করুন: এসির বদলে পাখা ব্যবহার করুন। যদি এসি ব্যবহার করতে হয়, তাহলে তাপমাত্রা সামান্য রাখুন।
  • ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন: ফ্রিজের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াসে রাখুন। অপ্রয়োজনীয় জিনিস ফ্রিজে রাখবেন না।
  • রান্নার জন্য সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন: মাইক্রোওয়েভ এবং প্রেসার কুকার ব্যবহার করুন।
  • ওয়াটার হিটার ব্যবহার সংরক্ষণ করুন: প্রয়োজন না হলে ওয়াটার হিটার বন্ধ রাখুন।
  • স্মার্ট ডিভাইস ব্যবহার করুন: স্মার্ট থার্মোস্ট্যাট এবং টাইমার যুক্ত যন্ত্রপাতি ব্যবহার করুন।
  • পরিকল্পিত বিদ্যুৎ ব্যবহার করুন: রাতের সময়ে বিদ্যুৎ খরচ কম থাকে। গুরুত্বপূর্ণ কাজগুলো রাতের দিকে সম্পন্ন করুন।
আরও পড়ুন