বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫

বাড়ির বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তিত? মেনে চলুন এই কৌশলগুলো

রাইজিং ডেস্ক

বাড়ির বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তিত? মেনে চলুন এই কৌশলগুলো/প্রতীকি ছবি এআই/রাইজিং কুমিল্লা

প্রতিদিনের জীবনকে সহজ করতে আমরা বাড়িতে নানা ধরনের ইলেকট্রনিক জিনিস ব্যবহার করি — যেমন টিভি, ফ্রিজ, ওভেন, টোস্টার, ইস্ত্রি, গিজার, হিটার মেশিন এবং আরও অনেক কিছু। এই যন্ত্রগুলো আমাদের কাজকে অনেক সহজ করে তুললেও, মাস শেষে বিশাল বিদ্যুৎ বিল দেখে অনেকেই চিন্তায় পড়ে যান।

তবে কিছু সহজ কৌশল অবলম্বন করে এই খরচ অনেকটাই কমানো সম্ভব।

সঠিক লাইট ব্যবহার করুন

বাড়িতে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয় বাল্ব এবং টিউবলাইটে। তাই সাধারণ লাইটের বদলে এলইডি (LED) লাইট ব্যবহার করুন। এলইডি লাইট কম ওয়াটে অনেক বেশি আলো দেয় এবং এতে বিদ্যুৎ খরচও কম হয়।

এসি ব্যবহারে সতর্কতা

আপনার এসি-র নিয়মিত যত্ন নিন। প্রতি ১৫ দিনে একবার এর কনডেনসার কয়েল পরিষ্কার করলে বিদ্যুৎ খরচ অনেক কমে যায়। এছাড়া, এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস-এ সেট করে রাখলে যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে না, যার ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়।

পুরোনো যন্ত্রাংশ বদলান

অনেক পুরোনো ইলেকট্রনিক ডিভাইসে তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ খরচ হয়। তাই ধীরে ধীরে আপনার পুরোনো ফ্যান, লাইট, ফ্রিজ এবং এসি নতুন মডেল দিয়ে বদলে ফেলুন। এতে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ কমবে।

এছাড়া, ফ্রিজ ও টিভির জন্য অনেক সময় আমরা ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করি, যা আসলে প্রয়োজন নেই। এগুলো প্রতি মাসে ৩০-৪৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ টেনে নিতে পারে।

ফ্যান্টম বা স্ট্যান্ডবাই পাওয়ার রোধ করুন

অনেকেই ইলেকট্রনিক্স পণ্যের সুইচ অফ করেন, কিন্তু প্লাগ লাগানোই থাকে। এই অবস্থায়ও বিদ্যুৎ খরচ হয়, যাকে ‘ফ্যান্টম’ বা ‘স্ট্যান্ডবাই’ খরচ বলা হয়। বিশেষ করে চার্জার, সেট-টপ বক্স বা টিভি প্লাগে লাগিয়ে রাখলে প্রতি মাসে ৫-১০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। তাই সব ইলেকট্রনিক পণ্যের প্লাগ খুলে রাখলে কিছুটা খরচ বাঁচানো সম্ভব।

নিয়মিত রক্ষণাবেক্ষণ

এসি-র মতো যন্ত্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসির হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনার সিস্টেমের ফিল্টার নির্দিষ্ট সময় অন্তর বদলানো এবং বছরে অন্তত একবার সার্ভিসিং করানো হলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হয়।

ওয়াশিং মেশিন ও ড্রায়ার ব্যবহার

ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করুন, এতে বিদ্যুৎ সাশ্রয় হয়। এছাড়া, মেশিনটি ফুল লোডে চালানো হচ্ছে কিনা, তা নিশ্চিত করুন। কাপড় শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার না করে রোদে মেলে দিলে অনেক বিদ্যুৎ খরচ কমানো সম্ভব।

এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার মাসিক বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করবে।

আরও পড়ুন