এপ্রিল ৩০, ২০২৫

বুধবার ৩০ এপ্রিল, ২০২৫

বাজারে প্রায় সব ধরনের সবজির দামই সেঞ্চুরি ছুঁয়েছে

Vegetables
ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরে সবজির বাজারে যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ক্রেতারা, সেই সুখবর যেন উধাও! বাজারগুলোতে এখন আগুন দাম, প্রায় সব ধরনের সবজির দামই ছুঁয়েছে আকাশ। মধ্যবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ – সকলের মুখেই এখন একটাই কথা, “এত দাম দিয়ে সবজি কিনব কী করে?”

আজ শুক্রবার কুমিল্লার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল, যেন সবজির হাটে রীতিমতো হাহাকার। কাঁকরোল কিনতে গুনতে হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা, পটোল ছুঁয়েছে প্রায় শতকের কাছাকাছি, ৮০ থেকে ১০০ টাকা। বরবটির আঁটিও কিনতে হচ্ছে ১০০ টাকায়। কচুর লতিও হাঁকাচ্ছে ৭০ থেকে ১০০ টাকা। চিচিঙ্গা আর ঝিঙার দামও আকাশছোঁয়া, ৯০ থেকে ১১০ টাকা। বেগুন কিনতে গেলেও পকেট থেকে খসাতে হচ্ছে ৯০ টাকা। নিরীহ মুলা আর শালগমও এখন ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না।

কাঁচামরিচের ঝাঁজ শুধু তরকারিতেই নয়, ক্রেতাদের পকেটেও, কারণ কেজি প্রতি দাম ৭০ থেকে ১০০ টাকা।

তবে এর মাঝে কিছুটা স্বস্তি দিচ্ছে কুমড়া, পেঁপে, লাউ, গাজর, করলা আর ঢেঁড়স। এই সবজিগুলোর দাম এখনও ৫০ থেকে ৮০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। আর আলু ও টমেটো যেন কিছুটা হলেও করুণা দেখাচ্ছে ক্রেতাদের। আলু কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা এবং টমেটো আকারভেদে ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের এই আগুন দামের কারণে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। গৃহিণী মর্জিনা বেগম আক্ষেপ করে রাইজিং কুমিল্লাকে বলেন, “কয়েক দিন আগেও বাজার করতে এত কষ্ট হয়নি। এখন যা দাম, মনে হচ্ছে সবজি বাদ দিয়ে শুধু আলু আর টমেটো খেয়েই বাঁচতে হবে।”

ব্যবসায়ীরা বলছেন, গত বছরের এপ্রিল মাসের বাজারের সঙ্গে তুলনা করলে বর্তমান দামের আকাশ-পাতাল পার্থক্য। সে সময় বেশিরভাগ সবজির দাম ১৫০ টাকার কাছাকাছি ছিল, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি।

শাফিন আহমেদ নামের এক ব্যবসায়ী এর কারণ ব্যাখ্যা করে রাইজিং কুমিল্লাকে বলেন, “দর কমে যাওয়ায় এ বছর অনেক কৃষকের লোকসান হয়েছে। এখন যেসব সবজি আসছে, সেগুলোর উৎপাদন ব্যয় কিছুটা বেশি। সে জন্য কৃষক দাম একটু বেশি নিচ্ছেন।”

তবে মাছ-মাংসের বাজারে দামের তেমন কোনো হেরফের দেখা যায়নি। দু-একটি মাছের দাম সামান্য কম-বেশি হয়েছে। বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের যে চড়া দাম ছিল, তা এখন অনেকটাই কমেছে।

অন্যদিকে, ডিমের বাজারে লেগেছে নতুন ধাক্কা। গত এক সপ্তাহের ব্যবধানে ফার্মের বাদামি ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে যে ডিম ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে, গতকাল তা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ থেকে ১৩০ টাকায়। তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কিছুটা কম থাকায় সীমিত আয়ের মানুষেরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। আজ বাজারে এক কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯ো টাকা এবং সোনালি মুরগি ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন