সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ৪০০ মেট্রিক টন আলু আমদানি

potatoes
প্রতীকি ছবি/সংগৃহীত

পবিত্র রমজান মাসে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত থেকে ৪০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে দু’দিনে ১৬টি ট্রাকে করে এই আলু আনা হয়েছে। রবিবার (১৭ মার্চ) বন্দর থেকে এসব আলু খালাস করা হবে।

আলু আমদানির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান।

আলু আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস। ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করছে।

ট্রান্সমেরিন লজিস্টিকের প্রতিনিধি মাসুম বিল্লা জানান, বুধ ও বৃহস্পতিবার ভারতীয় ট্রাকে করে এই আলু আমদানি করা হয়েছে। প্রতি মেট্রিক টন আলুর আমদানি খরচ পড়েছে ১৯৪ মার্কিন ডলার।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, দ্রুত আলু খালাসের জন্য আমদানিকারকদের সহযোগিতা করা হচ্ছে।

বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, আমদানিকারকের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আলুর মান পরীক্ষা শেষে খালাসের অনুমতি দেওয়া হবে।

এর আগে গত ২ ডিসেম্বরে তিন ট্রাকে ৭৪ টন আলু আমদানি করা হয়েছিল। এরপর আর কোনো আলু আমদানি হয়নি।