এপ্রিল ৬, ২০২৫

রবিবার ৬ এপ্রিল, ২০২৫

“বাচ্চার যখন ১০ বছর হবে, তোর বয়স তখন ৭০”—দেবকে পরিবারের খোঁচা!

Rising Cumilla - Dev Adhikari-Rukmini Maitra
ছবি: সংগৃহীত

টলিউডের সুপারস্টার দেব ৪২ বছরে পা দিলেন। দীর্ঘদিন ধরে রুক্মিণী মৈত্রের সঙ্গে তার সম্পর্ক। রুক্মিণী দেবের হাত ধরেই সিনেমায় আসেন। কিন্তু দেব-রুক্মিণীর বিয়ের কথা উঠলেই এড়িয়ে যান। তাদের বিয়ে কবে হবে, এই নিয়ে ভক্তদের মধ্যে জল্পনার শেষ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, বাড়িতে তাকে বিয়ের জন্য খুব চাপ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “বাড়িতে রোজ শুনতে হয়, বিয়ে কর, বিয়ে কর। বাচ্চা হবে কবে? তুই বুড়ো হয়ে যাবি। তোর বাচ্চার যখন ১০ বছর হবে, তোর বয়স তখন ৭০ হবে। এই সব কথা রোজ শুনতে হয়। এখন তো বাবা-মাও হাল ছেড়ে দিয়েছেন।”

দেবের কথা শুনে সঞ্চালক তাকে প্রশ্ন করেন, “তাহলে এখন বিয়ের প্ল্যান নেই?” দেব উত্তরে বলেন, “আপাতত তো নেই। তবে একদিন তো বিয়ে করতেই হবে।”

সঞ্চালক দেবের দাদার প্রসঙ্গ টেনে বলেন, “আমার দাদা এই কারণে বিয়েই করেনি। সে বলে, ৪০ বছরে বিয়ে করলে, ২ বছর পর বাচ্চা হবে। আমি যখন অবসর নেব, তখন বাচ্চার বয়স হবে মাত্র ১৮ বছর।”

তবে দেব স্পষ্ট করে বলেন, “আমার বিয়ে না করার পেছনে এই কারণ নেই।”

শুধু দেব নন, রুক্মিণীও বিয়ের কথা এড়িয়ে যান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মা জিজ্ঞেস করে না, আপনারা জানতে চাইছেন কেন? যেদিন মনে হবে আমি বিয়ের জন্য তৈরি, সেদিনই বিয়ে করব। আমি বিয়েতে বিশ্বাস করি। আমি জীবনে যা করেছি, সামনে থেকে করেছি। সবে কাজ শুরু করেছি। এত ব্যস্ততার মধ্যে বিয়ের পরিকল্পনা করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়ে টিকে থাকে, কিন্তু কমিটমেন্ট থাকে না। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা দেখা যাবে।”

সূত্র: হিন্দুস্তান টাইমস