বুধবার ২৯ অক্টোবর, ২০২৫

বাইউস্টের নবম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাইজিং ডেস্ক

Rising Cumilla -Byust's 9th syndicate meeting held
বাইউস্টের নবম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত/ছবি: বাইউস্টের সৌজন্যে

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ৯ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ অক্টোবর ২০২৫ সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা অধিশাখা) মীর্জা মোহাম্মদ আলী রেজা, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), বাইউস্টের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই অনুষদের অধ্যাপক মোহাম্মাদ সামছুল আরেফিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ তহিদুর রহমান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ফাতেমা জোহরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) উক্ত সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন