বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

বাইউস্টে অনুষ্ঠিত হল “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব”

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Civil Engineering Festival 2025 held in Bayust
বাইউস্টে অনুষ্ঠিত হল “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব"/ছবি: বাইউস্টের সৌজন্যে

১৩ নভেম্বর ২০২৫, কুমিল্লা: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫ (CE Fest 2025)” অনুষ্ঠিত হয়েছে।

বাইউস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৩টি বিশ্ববিদ্যালয়ের (ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) কুমিল্লা) মোট ৮০ জন শিক্ষার্থী “ট্রাস ব্রীজ প্রতিযোগিতা”-এ অংশগ্রহণ করে।

এই অনুষ্ঠানের উদ্দ্যেশ্য ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব প্রকৌশলগত অভিজ্ঞতা অর্জন, দলগত ভাবে কাজ করার দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সভাপতি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

আরও পড়ুন