বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) আইন বিভাগ ল’ ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ ইমতিয়াজ শাহিনকে সভাপতি এবং সায়মা আলমগীর লিজাকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২০২৫ সালের জন্য এই নতুন কমিটি গঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বাইউস্টের আইন বিভাগ ল’ ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার, সহকারী অধ্যাপক মোছা: রেজওয়ানা করিম, প্রভাষক ও প্রোগ্রাম কোর্ডিনেটর মো: শামীম আহমেদ স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মাহাতাব ইসলাম অমি, মো. রায়হান হাসান, সাবরীনা করিম সূহি, মো: শাহরিয়ার আহমেদ সাকিল এবং কোষাধ্যক্ষ হিসেবে রাশেদুল ইসলাম রাহাদকে নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও উক্ত নির্বাহী কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন রাফিদুল ইসলাম সাকিব, ফাহিম আবরার, খাথং দফো, নুসরাত জাহান তামান্না, আনিকা বিনতে ইকবাল, আরমিনা আক্তার, মারিয়া ইসলাম, মোনতাহা আতিক, অর্পিতা রানী বার্মান, সামিয়া ইসলাম রিদি, ফারিয়া ইসলাম মজুমদার, আমজাদ সাদিক, আবদুল আহাদ মারুফ, কামরুননাহার রুবি, হাবিবা আক্তার, মোঃ রুহুল আমিন, জান্নাতুল ফারহানা, মোঃ নুরনবী, আমির হামজা আল ফাহাদ, দেবাশীষ দত্ত পাপন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ শাহিন বলেন, “আইন বিভাগ দ্বারা নির্বাচিত এই কমিটি আগামী দিনে আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ ও আইন সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।”
উল্লেখ্য, আইন বিভাগের অধীনে গঠিত ল’ ক্লাবের এই নতুন নির্বাহী কমিটি শিক্ষার্থীদের নেতৃত্বদানের পাশাপাশি আইন সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনে অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে।