
কুমিল্লার বরুড়া পৌরসভা এলাকায় দিঘির পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সাহারপদুয়া গ্রামের (পোদ্দার বাড়ী) পোদ্দার বাড়ীর দিঘিতে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- বিপ্লব পোদ্দার ও রিপন পোদ্দারের ৯ বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং বন্নি পোদ্দার। তারা দুজনেই পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে সাহারপদুয়া গ্রামসহ পুরো বরুড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।