নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মুখে উপাচার্যের পদত্যাগ

RisingCumilla.Com - Vice-Chancellor's resignation in the face of agitation in Barisal University
ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর মঙ্গলবার (২০ আগস্ট) এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে তিনি বলেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭৯.২৫.১৯১.১১.৮২ মোতাবেক প্রজ্ঞাপনের মাধ্যমে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত ও পারিবারিক কারণে অদ্য ২০ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

এ অবস্থায় তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি। এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য ও প্রক্টর আবদুল কাইউমের পদত্যাগের দাবি জানান।