
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে।
মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন। এর মধ্যে ৪টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনের ফলাফল অনুযায়ী ১১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ১৮-১৯ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো:মোশাররফ হোসেন, ১২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ১৮-১৯ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী মো:আরিফ হোসাইন শান্ত ও সাংগঠনিক সম্পাদক পদে ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ১৯-২০ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো: মিজানুর রহমান।
আকিবুল হাসান (২১–২২ সেশন), রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বলেন, “এই কাউন্সিল ছিল বহুল প্রতীক্ষিত। অনেকদিন আগে আমাদের টিম গঠন করা হয়েছিল, এবং সেই টিমের অধীনে আরও কয়েকটি প্রতিষ্ঠান দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্তু কোনো অদৃশ্য কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের কমিটি দীর্ঘদিন ধরে গঠিত হচ্ছিল না। প্রস্তাব আসে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নির্বাচন সম্পন্ন হয়েছে।”
আইন বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল–২০২৫-এর ভোট এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারেক রহমানের নির্দেশনায় সম্পন্ন হয়েছে। আমি এই প্রক্রিয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমার বিশ্বাস, নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিভিন্ন গণমাধ্যম লাইভে উপস্থিত ছিল, তাই এখানে কারচুপির কোনো সুযোগ ছিল না। এছাড়া আমাদের মোট ২৪০ জন ভোটারের মধ্যে ২৩৯টি ভোট কাস্ট হয়েছে।”
প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন বলেন, “আজকের এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে। আমরা চাইলেই এই কমিটি ঢাকায় বসে দিতে পারতাম। তবে দেশনেতার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।”
উল্লেখ্য, সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।









