সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

বয়কটে দাম কমেছে তরমুজের, এবার ডাক দিল গরুর মাংস বয়কটের

Beef Bazar Bangladesh
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে তরমুজের পর এবার গরুর মাংস বয়কটের হিড়িক। রমজান মাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে কেনা দায় হয়ে পড়েছিল মৌসুমি ফল তরমুজ। একটি তরমুজের দাম পড়ে ৫০০-৭০০ টাকা। আকাশ ছোঁয়া দামে দিশেহারা ছিলেন সাধারণ ক্রেতারা।

এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরমুজ বয়কটের ডাক দেয় সাধারণ মানুষ। এবার সেই বয়কটের অংশ হল গরুর মাংস

ক্রেতাদের ভাষ্য, তরমুজের মতো অনেকটাই গরুর মাংসের ওপর। গরুর মাংসের অস্বাভাবিক দাম নিয়ে কড়া প্রতিবাদ জানানো শুরু হয়।

এদিকে রোজার শুরু থেকেই গরুর মাংসের দাম ৭৫০ টাকা কেজি থাকলেও শুক্রবার (২৯ মার্চ) তা ৭৮০ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে, গত ১৫ মার্চ গরুর মাংসের দাম ৬৬৪ টাকা বেঁধে দিয়েছে সরকার। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই মাংস ব্যবসায়ীদের। এবার এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে জনগণ।

এরই ধারাবাহিকতায় ফেসবুকে ভাইরাল হওয়া অন্য একটি স্ট্যাটাসে গরুর মাংস বয়কটের ডাক দিয়ে বলা হয়েছে, “আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী আপনারা তরমুজকে বয়কট করেছেন, এখন বর্তমানে তরমুজের দাম ১০০ টাকা কেজির পরিবর্তে ৩০ টাকা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে, এবার আপনাদের পালা, গরুর মাংস কে বয়কট করুন, দেখবেন ৮০০ টাকা থেকে ৫০০ টাকা কেজিতে চলে এসেছে গরুর মাংস। ধন্যবাদ।”

ব্যবসায়ী খলিল বলেন, “সরকার ভারতীয় গরু দেশে প্রবেশের অনুমতি দিলে মাংসের দাম ৫০০ টাকায় নেমে আসবে। অন্তত ১০ দিন ভারতীয় গরু দেশে আনা হলে গরুর মাংস ৫০০ টাকা বিক্রি করা সম্ভব।”

সকলের একটাই দাবি, মাংসের মতো যেন একটি অতিপ্রয়োজনীয় খাদ্য যেন সাধারণ ক্রেতার নাগালের ভেতর আসে।