
এবার বাঘের হামলায় ছড়াল চাঞ্চল্য। বাঘ ও বনকর্মীর মধ্যে লড়াইয়ের সাক্ষী থাকলেন গ্রামবাসীরা। বাঘের হামলায় গুরুতর আহত হয়েছেন এক বনকর্মী। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের কুলতলির মৈপীঠের নগেনাবাদ গ্রামে।
আহত বনকর্মীর নাম গনেশ শ্যামল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে নগেনাবাদ এলাকায় নদী পেরিয়ে চলে আসে একটি বাঘ। রাতেই জাল ঘেরা হয় গ্রামে। সকালে বাঘটিকে গ্রামের অন্যপ্রান্তে দেখতে পেয়ে বনদপ্তরের কর্মীরা সেখানেই ছুটে যান। সেই এলাকায় বনকর্মীদের উপর হঠাৎই আক্রমণ করে রয়েল বেঙ্গল টাইগার।
স্থানীয়রা জানিয়েছেন, এক বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। তাঁর মাথাও কামড়ে ধরে। তখন পাশে আরও দু’জন ছিলেন। বাঘটির গায়ে লাঠির আঘাত দিলেও ওই বনকর্মীর মাথা সে ছাড়েনি। শেষমেশ কোনওমতে বাঘের মুখ থেকে বনকর্মীকে উদ্ধার করা হয়৷ তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য আমতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এদিকে বাঘটি এখনও গ্রামের মধ্যে রয়েছে। ঘটনাস্থলে রয়েছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ৷
সূত্র: আজকাল ডটইন’র।