
দেশের আলোচিত কনটেন্ট নির্মাতা ‘রিপন ভিডিও’ নামে পরিচিত রিপন মিয়া সম্প্রতি পারিবারিক অভিযোগের মুখে নতুন করে বিতর্কের কেন্দ্রে এসেছেন।
ছোট পরিসরে ভিডিও নির্মাণ শুরু করা এই তরুণ এখন বিজ্ঞাপন, সিনেমা প্রচারণা ও বিভিন্ন ক্যাম্পেইনে নিয়মিত কাজ করছেন। তার জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও তৈরি হয়েছে আলোচনা।
মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে রিপন মিয়ার ব্যক্তিজীবনের নানা দিক উঠে আসে। সেখানে তার মায়ের অভিযোগ, খ্যাতির শীর্ষে পৌঁছে রিপন নাকি গরিব মা-বাবার পরিচয় দিতে এখন লজ্জা পান।
রিপনের মায়ের ভাষ্য, “খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন আর আমাদের পরিচয় দেয় না। আমরা গরিব, হয়তো এতে ওর মান-সম্মান কমে যাবে, এই ভয়েই আমাদের দূরে রাখে।”
তিনি আরও জানান, রিপন এখন আলাদা পাকা বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন এবং বাবা-মায়ের ভরণপোষণ দেন না।
রিপনের বিরুদ্ধে মা-বাবার ভরণপোষণ না দেওয়ার অভিযোগ
তবে রিপন মিয়া এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। সংবাদে প্রকাশিত তার বক্তব্য অনুযায়ী, যাকে তার স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী। রিপন বলেন, “ওটা আমার ভাবি, আমি এখনো বিয়ে করিনি।”
অন্যদিকে, সাক্ষাৎকারে রিপনের বাবা জানান, “প্রথম দিকে আমার সহযোগিতায় ভিডিও বানাতো। পরে অন্যদের নিয়ে কাজ শুরু করে। এখন আর ওর ভিডিও দেখি না।” তবে তিনি এও জানান, ছেলে নিয়মিত খবর নেয়, যদিও আর্থিকভাবে সহায়তা করেন না।
এদিকে, রিপন মিয়া নিজেকে হয়রানির শিকার বলেও দাবি করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, অনুমতি ছাড়াই সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে ভিডিও ধারণ করেছেন। রিপনের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সব বিতর্কের মাঝেও রিপনের মায়ের ভালোবাসা অটুট। তিনি বলেন, “আল্লাহ যেমন রাখছে রাখুক, ছেলেটা যেন আরও বড় হয়, এই দোয়া করি।”