বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে ঝড়-বৃষ্টি

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির ফলে এবং এর বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠায় আগামী পাঁচ দিন দেশজুড়ে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এই তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে, মৌসুমী বায়ু বেশ সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী কিংবা অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বুধবার (১৮ জুন) একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) থেকে শনিবার (২১ জুন) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী ও ঢাকাতেও অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে।

বৃষ্টি বৃদ্ধির কারণে পাহাড়ি ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, নদ-নদীতে পানি বৃদ্ধি এবং পাহাড় ধসের আশঙ্কাও দেখা দিচ্ছে।

আরও পড়ুন