নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার, ২ প্লাটুন বিজিবি মোতায়েন

Rising Cumilla - Security has been beefed up in Bangabhaban area
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করে মঙ্গলবার রাতে বঙ্গভবনে প্রবেশের চেষ্টার ঘটনার পর আজ নিরাপত্তা আরও জোরদার করে বঙ্গভবনের প্রধান ফটকের সামনে ব্যারিকেড ছাড়াও কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। একই সঙ্গে বঙ্গভবন এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়াও বঙ্গভবনের প্রধান ফটকের সামনে এপিবিএন, পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে সশস্ত্র অবস্থায় দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে এপিসি, জলকামানসহ রায়ট কার।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।