নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

বইমেলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বই ‘দরজার ওপাশে কালো হাতি’

Cumilla University teacher's book 'Black elephant on the other side of the door' at book fair
ছবি: কুবি প্রতিনিধি

অমর একুশে বইমেলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হৃদয় রেজওয়ানের লেখা ‘দরজার ওপাশে কালো হাতি’ বইটি প্রকাশিত হয়েছে। এটি তার চতুর্থ গ্রন্থ। এর আগে ‘নিভৃত চাঁদের গোধূলি গল্প” ও “আঁধারবৃক্ষ” নামে দুটি গল্পগ্রন্থ এবং “মহারাজাধিরাজ” নামে উপন্যাস লিখেছেন তিনি। সুবর্ণ প্রকাশনির ২৪২-২৪৪ নং স্টলের পাশাপাশি রকমারি ডট কমে পাওয়া যাবে বইটি।

এ বিষয়ে লেখক হৃদয় রেজওয়ান বলেন, আমি গল্প লিখি কারণ আমার চিন্তা করতে ভালো লাগে, আমি চিন্তা করতে ভালোবাসি, চিন্তা যোগাতে ভালো লাগে। বই প্রকাশ পাওয়ার আনন্দ অনেক গভীর। তবে সে বইয়ের প্রকৃত পাঠক সংখ্যা বৃদ্ধি দেখতে পাওয়াটা বিশাল সার্থকতা।  অনুসন্ধিৎসু ও যাচাই ধর্মী চিন্তা করার প্রাপ্তি ও আনন্দটুকু পাঠকের সাথে ভাগাভাগি করে নেয়ার ইচ্ছে থেকেই গল্প লিখি, সে চেষ্টায় সামান্যতমটুকু সফলতাও আমাকে ভীষণ আলোড়িত করে। ‘

তিনি বলেন, বর্তমানে বই প্রকাশ সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। পাঠকের চেয়ে লেখকের সংখ্যাই বেশি মনে হয়। এই স্রোতের মাঝে স্বার্থক ভাবে একজন লেখক হিসেবে গড়ে ওঠার স্বপ্ন তার।

এর আগে রাজধানীর খ্যাতনামা বুক ক্যাফেতে বইটির প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলা সাহিত্যের শক্তিমান কথা সাহিত্যিক হরিশংকর জলদাস বইটির মোড়ক উন্মোচন করেন।

এতে ইউআইটিএস ইউনিভার্সিটির ডিন কবি আফসানা সৈয়দা, কবি ও অধ্যাপক গৌতম রায়, গবেষক ও গীতিকার ড. ফাহিম শাহেদ, বিজ্ঞান লেখক বুয়েট অধ্যাপক ফারসীম মোহাম্মদী, লেখক ও গবেষক জয়দীপ দে ও শাহরীন হক, সুবর্ণ প্রকাশনীর সত্ত্বাধিকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নিবেদিতা সেন।

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কবি, লেখক, গবেষক, সাহিত্যপ্রেমী ও বোদ্ধা বই পড়ুয়ারা উপস্থিত ছিলেন।

বরেণ্য লেখক হরিশংকর জলদাস বলেন, লেখক হৃদয় রেজওয়ান যেন জাদুবাস্তবতার আমেজেই লিখতে পেরেছেন তাঁর গল্পগুলো। লেখকের উপলদ্ধির প্রতীকী উপস্থাপনা ও রুপকাশ্রিত বক্তব্য যেন আমাদের চারপাশের বহুল প্রচলিত কিংবা মনোযোগের বাইরের একেবারে সাদামাটা ঘটনা, ধারনা বা প্রথা সম্পর্কে আমাদের মনে কৌতুহল আর প্রশ্ন জাগিয়ে দেয়।

তিনি আশাবাদ প্রকাশ করেন লেখক হৃদয় রেজওয়ান তাঁর এই সৃষ্টিশীলতার যাত্রা অব্যাহত রাখবেন, নিত্য নতুন পাঠ চালিয়ে যাবে।