সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ‘শেষবিদায়’ জানাচ্ছেন গাজাবাসী!

Palestinian
ছবি: আনাদোলু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনবরত বিমান দিয়ে গোলাবর্ষণ করছে ইসরাইল। গত শনিবার থেকে চালানো এসব হামলায় ২ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন আশঙ্কা করা হচ্ছে, গাজায় বৃহৎ আকারে স্থল অভিযান চালাবে ইসরায়েলি সেনারা।

এর মধ্যে ইসরায়েলি বাহিনীর আলটিমেটাম পেয়ে জীবন হাতে নিয়ে উত্তর থেকে দক্ষিণে ছুটছে গাজার মানুষ। খবর: আনাদোলু নিউজ

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে ‘শেষবিদায়’ জানাচ্ছেন গাজাবাসী। কারও প্রতি অন্যায় হয়ে থাকলে ক্ষমা চাচ্ছেন তাঁরা।

ফেসবুকে ইহাব আর সুলাইমান নামের একজন লিখেছেন, ‘আমার কাছে যারই কোনো পাওনা বা দাবি আছে, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে মাফ করে দিয়েছি। তাই দয়া করে আমাকেও মাফ করে দিন।’ বার্তাসংস্থা আনাদোলু আরও জানিয়েছে, এ ধরনের পোস্ট করার পর অনেককে আর কোনো পোস্ট দিতে দেখা যায়নি। তারা বেঁচে আছেন নাকি এখনো মারা গেছেন সেটি নিশ্চিত নয়।

ইসরায়েলি টিভি— চ্যানেল ১৪ টেলিভিশন জানিয়েছে, গাজায় স্থল অভিযান চালাতে প্রস্তুত আছে সেনাবাহিনী। এখন তারা রাজনৈতিক পর্যায় থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে। চ্যানেল ১৪ টেলিভিশন আরও বলেছে, ‘যদি স্থল হামলার অনুমতি দেওয়া হয়, গাজায় সেনা সদস্যরা কয়েক মাস অবস্থান করার জন্য প্রস্তুত আছেন। এ মুহূর্তে সেনাবাহিনীর পরিষ্কার লক্ষ্য হলো গাজাকে অস্ত্রমুক্ত করা।’