জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

ফেনীর ছাগলনাইয়ায় সেপটি ট্যাংক থেকে ২ নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

Feni, Bangladesh
ফেনীর মানচিত্র। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মঈন উদ্দিন (৩৫) ও বিকাশ চন্দ্র দাস (৩০)।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার সকালে নির্মাণাধীন ভবনের আশপাশে খোঁজ করতে এলে দেখতে পাওয়া যায় তাদের মৃতদেহ সেফটি ট্যাংকের ভিতরে পড়ে আছে।

এ সময় শোর চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে সেফটি ট্যাংক ভেঙে তাদের মৃতদেহ উদ্ধার করে। ছাগলাইয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে।’

ছাগলনাইয়া সহকারী পুলিশ সুপার ওয়ালী উল্লাহ বলেন, দুজন নির্মাণশ্রমিকের মৃত্যু খবর শুনে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানির ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।