মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

ফেনীতে ১৪১ ভোটকেন্দ্রে অবকাঠামো সংকট, নেই বিদ্যুৎ সংযোগ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Feni District Map
ফেনী

ফেনীর ১৪১টি ভোটকেন্দ্র আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা ধরনের অবকাঠামোগত সমস্যায় ভুগছে। এসব কেন্দ্রে অধিকাংশ ক্ষেত্রে নেই বিদ্যুৎ সংযোগ, সীমানা প্রাচীর ও সুরক্ষা ব্যবস্থা। এছাড়া কেন্দ্রগুলোর ভিতরে নানা রকম অবকাঠামো নষ্ট হয়ে গেছে, যা সংশ্লিষ্টদের মতে ভোট গ্রহণের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে।

নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা পর্যালোচনা করে দেখা যায়, জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৪২৮টি ভোটকেন্দ্র এবং ২ হাজার ৪২৫টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৪১টি কেন্দ্রকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রেই অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের প্রয়োজন রয়েছে বলে নির্বাচন কমিশন উল্লেখ করেছে।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ফেনীর তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ১৬ হাজার ৩০৫ জন। এর মধ্যে— ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে ভোটার ৩,৮১,১৬২ জন। ফেনী-২ (সদর) আসনে ৪,৩২,০৫৬ জন। ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে ৫,০৩,০৮৭ জন।

সমস্যাগ্রস্ত ১৪১টি কেন্দ্র উপজেলা অনুযায়ী চিহ্নিত করা হয়েছে— ফেনী-১: পরশুরাম ১৬টি, ফুলগাজী ২১টি, ছাগলনাইয়া ৩০টি। ফেনী-২: পৌর এলাকায় ৮টি, সদর উপজেলায় ৩৫টি। ফেনী-৩: দাগনভূঞা উপজেলায় ২৬টি

জেলা নির্বাচন অফিসের সূত্রমতে, অবকাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে এমন কেন্দ্রগুলোর তালিকা ইতোমধ্যেই নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। কমিশন নির্দেশনা পাঠালে স্থানীয় প্রশাসন ও প্রকৌশল বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ফেনী পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, এখনো কোনো তালিকা তিনি পাননি। কমিশন থেকে চিঠি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফেনী জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক জানান, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন চিঠি পাঠালে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাজ করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন পাঠালে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরও পড়ুন