বৃহস্পতিবার ৩০ অক্টোবর, ২০২৫

ফেনীতে বাস উল্টে দোকানে: নারীসহ নিহত ৩, আহত অন্তত ১০ জন

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Bus overturns in Feni, 3 killed, including woman, at least 10 injured
ফেনীতে বাস উল্টে দোকানে: নারীসহ নিহত ৩, আহত অন্তত ১০ জন/ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের দোকানে উল্টে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় মিলেছে। তারা হলেন: দাগনভূঞা উপজেলার খুশিপুর এলাকার শহিদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০)। একই উপজেলার দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। নিহত অন্য নারীর পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি বাস দ্রুত গতিতে চলছিল। বাসটি সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি প্রথমে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয় এবং পরে উল্টে গিয়ে সজোরে একটি দোকানের ভেতরে পড়ে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. শাহরিয়ার মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, বাকিদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন