শনিবার ১১ অক্টোবর, ২০২৫

ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - BGB seizes huge quantity of Indian marijuana and liquor at Feni border
ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করল বিজিবি/ছবি: ৪ বিজিবির সৌজন্যে

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব চম্পকনগর এলাকায় এক সফল মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবি’র চম্পকনগর বর্ডার আউট পোস্টের (বিওপি) টহলদল পূর্ব চম্পকনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত সীমান্তের কাছাকাছি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৪০ কেজি ভারতীয় গাঁজা এবং এক বোতল ভারতীয় মদ।

এ প্রসঙ্গে ফেনী ব্যাটালিয়ন (বিজিবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দকৃত এই মাদকদ্রব্য পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা করার প্রক্রিয়া চলছে। তিনি আরও যোগ করেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন